গাজায় মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরায় নিষেধাজ্ঞার মুখে. গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার তথ্য তুলে ধরার কারণে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার, ৯ জুলাই ২০২৫, এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তিনি আলবানিজকে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা’ চালানোর জন্য অভিযুক্ত করেছেন।
আলবানিজ জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পশ্চিম তীর ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার। ইসরায়েল ও তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে তার সমালোচনা করে আসছে এবং গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত দেশটি তাকে জাতিসংঘের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি (সিআইপি) থিঙ্কট্যাংকের প্রধান ন্যান্সি ওকেইল এই নিষেধাজ্ঞাকে ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন। তিনি আল জাজিরাকে বলেন, “জাতিসংঘের একজন বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছে।” অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড এই পদক্ষেপে ‘মর্মাহত’ হয়েছেন বলে জানান। তিনি এক্স-এ লিখেছেন, “বিশেষ র্যাপোর্টিয়াররা স্বাধীন বিশেষজ্ঞ। তারা সরকারকে খুশি করতে বা জনপ্রিয় হওয়ার জন্য নয়, বরং তাদের দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন। আলবানিজ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং গণহত্যার তথ্য সংগ্রহে অক্লান্ত পরিশ্রম করছেন।