সিলেটে চা দিতে দেরি হওয়ায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক হোটেল কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর কাজির বাজার এলাকায় ঘটেছে।
নিহত হোটেল কর্মচারীর নাম রুমন, বয়স আনুমানিক ২২ বছর। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে নাইট গার্ড আব্বাস চা পান করতে কাজির বাজারের মাছ বাজারের পাশে অবস্থিত শাপলা হোটেলে আসেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। হোটেল মালিক ও আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করেন।
ঘণ্টাখানেক পর আব্বাস আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকে রুমনের ওপর হামলা চালান। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, যা সোমবার অনুষ্ঠিত হবে।