ঢাকা, ৭ জুলাই ২০২৫: শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনার দিকে পদযাত্রা শুরু করা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় ‘যমুনা’ ঘেরাওয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাঁদের বাধা দেয়, ফলে তাঁরা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশের এলাকায় ছত্রভঙ্গ হয়ে যান।
চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানোর পর চাকরি ফেরত, বিজিবির নাম পুনরায় বিডিআর করাসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করে আসছেন। চাকরিচ্যুত এক বিডিআর সদস্যের ছেলে মারুফ সরকার জানান, পুলিশ তাঁদের পদযাত্রায় জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিপেটা করেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, যমুনার কাছাকাছি এলাকা থেকে আহত দুজন, মো. শামছুল হক (৫৫) ও মো. ইউনুছ আলী (৫৭), চিকিৎসাধীন রয়েছেন।
রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে পদযাত্রা করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়েছে।