রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক একজন লেফটেন্যান্ট ও করপোরালসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার বিকেলে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) আরিফ আহম্মেদ ফিরোজ ইফতেখার, করপোরাল মুকুল হোসেন, হারুন অর রশীদ এবং মোন্তাছির আহমেদ। পুলিশ তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তথ্য অনুযায়ী, ওই বাসা থেকে তিন ভরি ওজনের সোনার চেইন, ডায়মন্ডের এক জোড়া চুরি, একটি পুরোনো ল্যাপটপ, চারটি মুঠোফোন এবং বিভিন্ন ব্যাংকের চেক নিয়ে যান ডাকাত দলের সদস্যরা।