Thursday, July 24, 2025

মিরপুরে বাসায় ডাকাতি: সাবেক দুই সেনাসদস্যসহ ৪ জন রিমান্ডে

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাসায় ডাকাতির ঘটনায় সাবেক একজন লেফটেন্যান্ট ও করপোরালসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার বিকেলে এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) আরিফ আহম্মেদ ফিরোজ ইফতেখার, করপোরাল মুকুল হোসেন, হারুন অর রশীদ এবং মোন্তাছির আহমেদ। পুলিশ তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

ডাকাতির ঘটনায় হোসনে আরা নামে এক নারী পল্লবী থানায় লেফটেন্যান্ট ইফতেখারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রোববার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। মামলার অভিযোগে বলা হয়, রোববার দুপুর দুইটার দিকে আসামিরা গোয়েন্দা সংস্থা ও সেনাবাহিনীর পরিচয় দিয়ে বাসার দরজা খুলতে বলেন। বাসায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য রয়েছে বলে জোর করে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এরপর তাঁর মেয়ে ও গৃহকর্মীকে ভয় দেখিয়ে মালামাল লুট করে পালিয়ে যান। ডাকাতির ঘটনাটি যে ফ্ল্যাটে সংঘটিত হয়েছে, তার মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ওই বাসা থেকে তিন ভরি ওজনের সোনার চেইন, ডায়মন্ডের এক জোড়া চুরি, একটি পুরোনো ল্যাপটপ, চারটি মুঠোফোন এবং বিভিন্ন ব্যাংকের চেক নিয়ে যান ডাকাত দলের সদস্যরা।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.