কলাপাড়ায় বাড়িতে ডাকাতির সময় নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার
পটুয়াখালী, ১৫ জুলাই, ২০২৫ – পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ডাকাতির সময় নববধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে ডাকাত দল, যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনা রোববার গভীর রাতে সংঘটিত হয়।সাত থেকে আটজনের সশস্ত্র ডাকাত দল রাত ২টা থেকে ৩টার মধ্যে একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সবার হাত-পা ও মুখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে। ডাকাতেরা অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও শোকেসের চাবি ছিনিয়ে নেয় এবং ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে। এ সময় নববধূকে অন্য একটি কক্ষে নিয়ে চারজন ডাকাত পাশবিক নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করে। সোমবার বিকেলে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ভুক্তভোগী ও তাঁর পরিবারের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, একতলা ভবনের প্রতিটি কক্ষে তাণ্ডবের চিহ্ন। আলমারি, শোকেস, আসবাবপত্র ও গৃহস্থালির মালামাল তছনছ করা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের নারী-পুরুষ সবাই ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম প্রথম আলোকে জানান, ভুক্তভোগী নববধূর পটুয়াখালীতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তাঁর জবানবন্দি নেওয়া হবে। শাকিল ও রাসেল নামে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।