Wednesday, July 2, 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের "শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি" চালু: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মরণে

২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে "শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি" চালু করেছে। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৪ জন শিক্ষার্থী প্রতিবছর ৬০০০ টাকা করে বৃত্তি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বৃত্তি প্রতিবছর এককালীন দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন কিন্তু মেধাবী শিক্ষার্থীদের। প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করা হবে এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ানো হতে পারে।

এই উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শহীদ শিক্ষার্থীসহ ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে গ্রহণ করা হয়েছে। তাদের অসামান্য দেশপ্রেম, প্রতিবাদী চেতনা এবং আত্মোৎসর্গ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে। এই শিক্ষাবৃত্তির মাধ্যমে তাদের স্মৃতি চিরস্থায়ী করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের জীবনাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণে উৎসাহিত করাই লক্ষ্য, বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি তিনজন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমবারের মতো দেশের ৭২৫টি কলেজের মোট ২০২৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.