২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে "শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি" চালু করেছে। এই উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ২০২৪ জন শিক্ষার্থী প্রতিবছর ৬০০০ টাকা করে বৃত্তি পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বৃত্তি প্রতিবছর এককালীন দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন কিন্তু মেধাবী শিক্ষার্থীদের। প্রতিবছর নিয়মিতভাবে এই বৃত্তি প্রদান করা হবে এবং ভবিষ্যতে বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ানো হতে পারে।
গত মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি তিনজন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমবারের মতো দেশের ৭২৫টি কলেজের মোট ২০২৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন।