ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান (তথ্যসূত্র: এএনআই) |
ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার নয়াদিল্লিতে অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেনারেল চৌহান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। ঋণ–কূটনীতির মাধ্যমে প্রভাব বিস্তার ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। পাশাপাশি ঘনঘন সরকার পরিবর্তন এবং তাদের আদর্শচ্যুতি ভারতের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে ভারতের হামলার প্রসঙ্গে উপসেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং গত শুক্রবার বলেছিলেন, চীন শুধু পাকিস্তানকে সাহায্যই করেনি, বরং ওই সংক্ষিপ্ত যুদ্ধকে তারা তাদের অস্ত্রের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে। তাঁর দাবি, পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে, তার ৮১ শতাংশই ছিল চীনের তৈরি, এবং চীন এই সংঘাতের মাধ্যমে তাদের অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করেছে।