বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬৫ জন চিকিৎসকের নিয়োগ বাতিলের সুপারিশ করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেওয়ার আগেই নিয়োগ বাতিল করে হাসপাতালের পরিচালনা বোর্ড বলছে, নিয়োগে ত্রুটি ছিল।
পরিচালনা বোর্ড অনুমোদন দেওয়ার পর গত মাসের শেষ দিনে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দেয়। এক মাস না যেতেই সেই পরিচালনা বোর্ড বলছে, নিয়োগে ত্রুটি ছিল। তাই নিয়োগ বাতিল করা হয়েছে।
গতকাল শুক্রবার শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের তিনজন সদস্যের সঙ্গে এই প্রতিনিধির কথা হয়। কেউ বিস্তারিত কথা বলতে চাননি। প্রত্যেকেই বলেছেন, নিয়োগ বাতিল হয়েছে। শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক বলেন, ‘আমরা নিয়োগ বাতিল করেছি। আমাদের এই সিদ্ধান্ত আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি।’
তদন্ত কমিটি নিয়োগ বাতিলের সুপারিশ করেছে আবার হাসপাতালের পরিচালনা বোর্ডও নিয়োগ বাতিল করেছে, এখন মন্ত্রণালয় কী করবে? জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাঈদুর রহমান বলেন, ‘আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে চিঠি দিয়েছি।’