ঢাকা, ১৮ মে ২০২৫ : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিরুদ্ধে বিদেশি নাগরিকত্বের অভিযোগ উঠেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তাকে ‘বিদেশি নাগরিক’ বলে সম্বোধন করেছেন। এ অভিযোগের জবাবে খলিলুর রহমান প্রমাণ দাবি করেছেন।
রোববার (১৮ মে) বাসস-এর কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর। প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করতে প্রস্তুত।”
শনিবার খুলনায় এক অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ সরকার প্রধানের উদ্দেশে বলেন, “আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। তাকে বিদায় করুন। হয় তিনি পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বরখাস্ত করবেন।” তিনি আরও অভিযোগ করেন, “এই নাগরিক বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। আমরা তা হতে দেব না।”
এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। খলিলুর রহমানের পদে থাকা নিয়ে আলোচনা তীব্র হচ্ছে।
এ.আই/এম.আর