Sunday, May 18, 2025

২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত

ঢাকা, ১৮ মে ২০২৫ : পরিকল্পনা কমিশন আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার ছিল ২ লাখ ১৬ হাজার কোটি টাকা। এবারের উন্নয়ন বাজেটে বরাবরের মতো শীর্ষ ৫টি খাতে মোট বরাদ্দের ৭০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত একাই ২৫ শতাংশ বরাদ্দ পেয়েছে।

রোববার (১৮ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এডিপির খসড়া অনুমোদন দেন। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এডিপিতে মোট ২ লাখ ১৫ হাজার ৫১৪ কোটি টাকা ১ হাজার ১৪২টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা যোগান দেওয়া হবে। চলতি অর্থবছরের মূল এডিপির তুলনায় আগামী অর্থবছরের বাজেট ৩৫ হাজার কোটি টাকা কম, তবে সংশোধিত এডিপির তুলনায় ১৪ হাজার কোটি টাকা বেশি।
খাতভিত্তিক বরাদ্দ:
পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা (২৫.৬৪%) বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা (১৪.০৮%), শিক্ষা খাতে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা (১২.৪২%), গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা (৯.৯০%) এবং স্বাস্থ্য খাতে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা (৭.৮৯%) বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ১৩ হাজার ৪৭২ কোটি, কৃষি খাতে ১০ হাজার ৭৯৫ কোটি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে ১০ হাজার ৬৪১ কোটি টাকাসহ অন্যান্য වেস্ট ইন্ডিজের বিপক্ষে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন উইকেটে ৩৬৫ রানে শেষ হয়েছে।
অর্থায়নের উৎস:
চলতি অর্থবছরে মূল এডিপিতে সরকারি অর্থায়ন ছিল ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ কোটি টাকা। আগামী অর্থবছরে সরকারি অর্থায়ন কমে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৮৬ হাজার কোটি টাকায় নামানো হয়েছে।
সূত্র জানায়, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে এবার বাজেটের আকার কমানো হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ চলতি অর্থবছরে ২ লাখ ৫৪ হাজার কোটি টাকার চাহিদা দিলেও তা থেকে কমিয়ে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করা হয়েছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.