ভারতের পাঞ্জাব রাজ্যে ভেজাল মদপানের কারণে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও কমপক্ষে ১০ জন। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি সোমবার ভোরে অমৃতসর জেলার কয়েকটি গ্রামে ঘটে।
পুলিশের তথ্যমতে, চোরাকারবারিরা কর ফাঁকি দিয়ে সস্তায় মদ বিক্রির জন্য মিথানল মেশানো চোলাই মদ তৈরি করে। এই মিথানল মানুষের অন্ধত্ব, লিভারের ক্ষতি এবং মৃত্যুর কারণ হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, মিথানল মিশ্রিত মদ পানের পর অনেকে অসুস্থ হয়ে পড়েন।
পাঞ্জাব পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে বিস্তারিত তদন্ত চলছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
ভারতে প্রতি বছর ভেজাল মদপানে শত শত মানুষের মৃত্যু হয়। গত বছর তামিলনাড়ুতে এমন ঘটনায় ৫৩ জন এবং ২০২২ সালে বিহারে ৩০ জনেরও বেশি মানুষ মারা যান।
এ.আই/এম.আর