আন্তর্জাতিক ডেস্ক, ১৯ মে ২০২৫ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তৎপর হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্রুত সরাসরি বৈঠকের পরিকল্পনা করছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এই বৈঠক যেন “যত দ্রুত সম্ভব” অনুষ্ঠিত হয়, সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্প তৎপর।
রোববার (১৮ মে) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “এই যুদ্ধের জট খোলার জন্য ট্রাম্প এবং পুতিনের মধ্যে সরাসরি আলোচনাই সম্ভবত একমাত্র পথ।” তিনি জানান, পুতিনকে ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বৈঠকের তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।
ইস্তাম্বুলে গত শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা এবং ভ্যাটিকানের মধ্যস্থতার প্রস্তাব এই উদ্যোগের পটভূমি তৈরি করেছে। রুবিও জানান, মস্কো শর্তসাপেক্ষে এই প্রস্তাব বিবেচনায় আগে আন্তর্জাতিক ডেস্কে প্রকাশিত হয়েছে।
ইউক্রেনে ‘রক্তপাত বন্ধে’ পুতিনকে ফোন করবেন ট্রাম্প
বৃহত্তম বন্দি বিনিময় সমঝোতায় পৌঁছাল রাশিয়া-ইউক্রেন
ট্রাম্প-পুতিনের সরাসরি বৈঠক ছাড়া অগ্রগতি সম্ভব নয়: যুক্তরাষ্ট্র
ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার হবে না, আশা পুতিনের
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে রুবিও বলেন, ইস্তাম্বুল বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে—১০০০ বন্দি বিনিময়ের চুক্তি এবং রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবনা। তবে তিনি সতর্ক করে বলেন, শুধু আলোচনা চললেই হবে না, বাস্তবসম্মত প্রস্তাব প্রয়োজন।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে রুবিও বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” তিনি জানান, ট্রাম্প এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চান, যাতে ইরান একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশে পরিণত হয়।
এ.আই/এম.আর