ঢাকা, ১৯ মে ২০২৫ – বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা নগর ভবনের মূল ফটকসহ সব প্রবেশপথে তালা দিয়ে “ব্লকেড” কর্মসূচি পালন করছেন। এর ফলে নগর ভবনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, এবং আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
সোমবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এই অবরোধের কারণে নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের ফিরে যেতে হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে “ঢাকাবাসী” ব্যানারে মিছিল নিয়ে আসা বিক্ষোভকারীরা “শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই,” “শপথ নিয়ে তালবাহানা চলবে না,” “দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ,” এবং “জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই” স্লোগান দিয়ে তাদের দাবি জানাচ্ছেন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ইশরাক সমর্থকরা নগর ভবনের সব গেটে তালা লাগিয়ে রেখেছেন, যার ফলে সেবাগ্রহীতারা কোনো সেবা পাচ্ছেন না। বিক্ষোভকারীরা বলছেন, “ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এর আগে, রবিবার (১৮ মে) টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি শেষে সাবেক সচিব মশিউর রহমান এই “ব্লকেড” কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে ইশরাককে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে মেয়র ঘোষণা করলেও, তার শপথ গ্রহণ এখনও অনুষ্ঠিত হয়নি।
এ.আই/এম.আর