সিলেট, ১৯ মে ২০২৫: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ বা আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা না করলে এই ইস্যুকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলন গড়ে উঠতে পারে। সোমবার সিলেটে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা আইনের শাসন, আদালতের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেট মানছেন না। তিনি বলেন, “এটা গণতন্ত্রের বিপরীতে যাত্রা। আমরা সবসময় সহযোগিতা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আপনার কাছে দাসখত দিয়েছি।” তিনি ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, দেশকে অস্থির করার চক্রান্তকারী উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁর সম্মান রক্ষা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে। নির্বাচনের কথা বললেই তারা ক্ষুব্ধ হন। তিনি একজন নারী উপদেষ্টার (নাম উল্লেখ না করে) দাবির সমালোচনা করে বলেন, তিনি নাকি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। তিনি প্রশ্ন রাখেন, “তাহলে নির্বাচন ব্যবস্থা কেন আছে?”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তা বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও ইশরাকের শপথ এখনও হয়নি। গত চার দিন ধরে ইশরাকের সমর্থকরা এ দাবিতে আন্দোলন করছেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ইশরাকের শপথ নিয়ে আইনি ও মেয়াদসংক্রান্ত জটিলতা রয়েছে। এসব সমাধান না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
এ.আই/এম.আর