আন্তর্জাতিক ডেস্ক, ১২ মে ২০২৫ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুতে সংলাপের ইচ্ছা প্রকাশ করেছেন।
সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সংলাপ হলে তা শুধু সন্ত্রাসবাদ ও পাকিস্তানের দখলকৃত কাশ্মির নিয়ে হবে। সন্ত্রাসবাদ, বাণিজ্য ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।”
মোদি গৌতম বুদ্ধের শান্তির বাণী উল্লেখ করে বলেন, “শান্তির পথে যেতে শক্তি প্রয়োগের প্রয়োজন।” তিনি এই বক্তব্যে বৌদ্ধ ধর্মের শান্তির দর্শনের সঙ্গে ভারতের কঠোর অবস্থানের সমন্বয় ঘটান।
কাশ্মির সংকটের উৎপত্তি ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার সময় থেকে। জম্মু-কাশ্মিরের রাজা হরি সিং প্রথমে স্বতন্ত্র থাকার ঘোষণা দিলেও পাকিস্তানের আক্রমণের মুখে ভারতের সঙ্গে যোগ দেন। বর্তমানে জম্মু-কাশ্মিরের ৪৩% ভারত, ৩৭% পাকিস্তান এবং ২০% চীনের নিয়ন্ত্রণে। দুই দেশই পুরো অঞ্চলের দাবি করে তিনবার যুদ্ধে জড়িয়েছে।
২০১৯ সালে ভারত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা রহিত করে। সম্প্রতি, ২২ এপ্রিল অনন্তনাগে ২৬ পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন টিআরএফ-কে দায়ী করা হয়। এরপর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে, যাতে ৭০ জন সন্ত্রাসী নিহত হয় বলে দাবি। পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করে।
মার্কিন মধ্যস্থতায় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত।
এ.আই/এম.আর