ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন এবং উপাচার্যসহ ১১ জন কর্মকর্তার পদত্যাগের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণ অনুসন্ধানে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড এই কমিটি গঠনের ঘোষণা দেয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মুজিবুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিদ মুনির এবং সদস্যসচিব হিসেবে আছেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিক হাসান।
ট্রাস্টি বোর্ডের বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। অভিযোগ, দাবি এবং গণমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি সাম্প্রতিক ঘটনা এবং ক্যাম্পাসের অস্থিরতার বিষয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে এবং প্রাসঙ্গিক প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের উচ্চশিক্ষার উন্নয়নে অবদান রাখা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল, যা শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি করে। এরপর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কাশেম মিয়ার পদত্যাগের দাবি জানান। আন্দোলনের মুখে উপাচার্য পদত্যাগের ঘোষণা দেন। তারপর ডিন, বিভাগীয় প্রধান এবং পরিচালকসহ আরও ১০ জন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ এবং প্রশাসনিক জটিলতার কারণে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এ আই/এম.আর