২৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের অনুকূলে ১০ বছরের মেয়াদে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে। এই লাইসেন্সের মাধ্যমে প্রতিষ্ঠানটি নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট (এনজিএসও) সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদান করতে পারবে। লাইসেন্স দুটি মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
প্রথম লাইসেন্স, “নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স,” বিটিআরসির লাইসেন্সিং বিভাগ থেকে প্রদান করা হয়, যা স্টারলিংককে বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে। দ্বিতীয় লাইসেন্স, “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স,” বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রদান করা হয়। এটি প্রতিষ্ঠানটিকে ইন্টারনেট সেবার জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার, বেতার যন্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অনুমতি দেবে।
লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রথম লাইসেন্সটি স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট এভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু এবং উপপরিচালক মো. নাহিদুল হাসান। দ্বিতীয় লাইসেন্সটি রেবেকা স্লিক হান্টারের কাছে হস্তান্তর করেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এবং সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভুঁইয়া।
এই লাইসেন্সের মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এ.আই/এম.আর