ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫
আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালিতে অবস্থিত ৫৬৩.৫৭ একর জমি ক্রোকের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব জমির দলিল মূল্য ১,০৭৬.৮ মিলিয়ন টাকা (১ হাজার কোটি টাকার বেশি)।
রোববার (২৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। তারা এই স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তদন্ত শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর হলে টাকা উদ্ধার কঠিন হয়ে পড়বে, তাই এসব সম্পদ ক্রোক করা জরুরি।
এর আগে, গত ২৩ এপ্রিল, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত ১৫৯.১৫ একর জমি ক্রোকের আদেশ দেয় আদালত। তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, এসব জমির বর্তমান বাজার মূল্য ৪০৭ কোটি টাকা।
এ.আই/এম.আর