ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে।
রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও তুহিন ফারাবী।
এর আগে একই দিন বাংলাদেশ যুব অধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা দুদকের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে ‘মার্চ টু দুদক’ কর্মসূচির আওতায় আরেকটি বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তদের তদন্ত ও গ্রেফতারের জন্য ১৫ দিনের আলটিমেটাম দেয়।
এ.আই/এম.আর