ঢাকা, ২৬ এপ্রিল ২০২৫,
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে কাজ করছে। শহরের অটোরিকশা তৈরির ওয়ার্কশপ এবং চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতায় ৭টি প্যাকেজে মোট ২০ কিমি রাস্তা, ৩৪ কিমি নর্দমা এবং ১৫ কিমি ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এজাজ বলেন, ডিএমপি ইতোমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা প্রস্তুত করেছে। শিগগিরই এগুলো বন্ধ করতে অভিযান শুরু হবে। তিনি আবাসিক এলাকার বাসিন্দাদের অনুরোধ করে বলেন, অবৈধ অটোরিকশা যেন আপনাদের এলাকায় প্রবেশ করতে না পারে, সেদিকে নজর রাখুন।
পরিকল্পিত আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক কার্যক্রম চলতে দেবেন না। স্থানীয় কমিউনিটি ও সিটি কর্পোরেশন একসঙ্গে কাজ করলে অবৈধ অটোরিকশা ও হকারদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হাউজিং কোম্পানি থেকে প্লট কেনার আগে মৌজা ম্যাপ পরীক্ষা করে দেখুন, প্লটটি জলাধারের মধ্যে পড়ছে কিনা। জলাধার হলে পরবর্তীতে সমস্যায় পড়তে হবে। তিনি পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, এই এলাকা একসময় গোডাউন ভাড়ার জন্য পরিচিত ছিল। নতুন নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা দূর হবে।
তিনি বাসিন্দাদের এই বর্ষায় বড় গাছ, যেমন কৃষ্ণচূড়া বা সোনালু, লাগানোর আহ্বান জানান। তিনি পরামর্শ দেন, একটি রাস্তায় কৃষ্ণচূড়া, অন্য রাস্তায় সোনালু লাগিয়ে এলাকাটিকে সবুজ ও সুন্দর করে তুলুন।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।
এ.আই/এম.আর