বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। শিল্পের বয়লারে ব্যবহৃত গ্যাসের নতুন দাম প্রতি ঘনমিটারে ৩০ টাকা থেকে ৪০ টাকায় উন্নীত করা হয়েছে, এবং ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান শিল্পের জন্য আগের দাম অপরিবর্তিত রাখা হলেও অনুমোদিত লোডের বেশি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকেও নতুন মূল্য অনুযায়ী বিল পরিশোধ করতে হবে।
১৩ এপ্রিল, রোববার এক সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ নতুন মূল্য ঘোষণা করেন। এছাড়া কমিশনের সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।
সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, পেট্রোবাংলা নতুন শিল্প ও ক্যাপটিভ ব্যবহারের জন্য গ্যাসের মূল্য ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করলেও কমিশন এ মূল্য নির্ধারণ করেনি।
এ আই/এম.আর