সর্বশেষ

Wednesday, April 30, 2025

নয়াদিল্লির দিল্লি হাট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

নয়াদিল্লির দিল্লি হাট মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৫
ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলে অবস্থিত জনপ্রিয় দিল্লি হাট মার্কেটে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দিল্লি ফায়ার সার্ভিস ১২টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন মোতায়েন করেছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, আগুনে ২৫ থেকে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
দিল্লি হাট ভারতের গ্রামীণ বাজারের আদলে গড়ে তোলা একটি জনপ্রিয় বাজার। এখানে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা হস্তশিল্পের দোকান পরিচালনা করেন। এছাড়া, ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের রেস্তোরাঁও রয়েছে এই হাটে। অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে, এবং আগুনের কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হবে বলে জানা গেছে।

এ.আই/এম.আর
ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, আন্তর্জাতিক সহায়তার আবেদন

ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, আন্তর্জাতিক সহায়তার আবেদন



আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ২২:৪৯
দখলদার ইসরায়েলের জেরুজালেমে এক বিশাল দাবানলের সূত্রপাত হয়েছে, যাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। তিনি সতর্ক করে বলেছেন, এই দাবানল নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগবে এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে।
বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ফ্রিডম্যান বলেন, “আমরা একটি বিশাল দাবানলের মধ্যে রয়েছি। এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড়। আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলবে, এবং আমরা এখনও আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে।”
তিনি জানান, সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মেসিলাত জিওনে আগুনের সূত্রপাত হয়। শক্তিশালী বাতাসের কারণে আগুন প্রথমে পশ্চিমে এবং পরে পূর্বদিকে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সন্ধ্যা থেকে বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আগুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমাদের কোনো ধারণা নেই।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত আগুনের উৎস নিয়ে তদন্ত করছে। তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর সম্ভাবনাও বিবেচনা করছে। কিছু ব্যক্তি দাবানল ছড়াতে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে, এবং শিন বেত পুলিশের সঙ্গে তাদের শনাক্ত করতে কাজ করছে।
পরিস্থিতির অবনতি হওয়ায় দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি এবং বুলগেরিয়ার কাছে সহায়তা চেয়েছে। ইতোমধ্যে গ্রিস ও ইতালির অগ্নিনির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ইসরায়েলের সেনাপ্রধান তার সেনাদের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি তাদের ফায়ার কর্মীদের আগুন নেভাতে সহায়তার প্রস্তাব দিয়েছে।
দাবানলের তীব্রতায় অনেক ইসরায়েলি গাড়ি ফেলে পালাতে বাধ্য হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে এই অভূতপূর্ব সংকট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এ.আই/এম.আর
শেখ রেহানা, জয়, পুতুল, রাদওয়ান ও আজমিনার সম্পদ ক্রোকের নির্দেশ

শেখ রেহানা, জয়, পুতুল, রাদওয়ান ও আজমিনার সম্পদ ক্রোকের নির্দেশ

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের স্থাবর সম্পদ ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দেয়া হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ জারি করেন। ক্রোককৃত সম্পত্তির মধ্যে রয়েছে:
রাজধানীর বারিধারা: সায়মা ওয়াজেদ পুতুলের নামে ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের একটি প্লট।
খুলনার দিঘলিয়া: শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে ৬১ লাখ ৮৭ হাজার টাকার জমি।
রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক: ৮৭.৭০ শতাংশ জমি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া: শেখ রেহানার নামে ১৯ শতাংশ জমি।
এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে অবস্থিত একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়া হয়েছিল। দুদকের তদন্তের অংশ হিসেবে এই সম্পত্তিগুলো জব্দ করা হচ্ছে বলে জানা গেছে।
এ.আই/এম.আর


লিবিয়া থেকে ১৭৭ বাংলাদেশি দেশে ফিরছেন

লিবিয়া থেকে ১৭৭ বাংলাদেশি দেশে ফিরছেন

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫  

লিবিয়ার বেনগাজী থেকে ১৭৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে। দূতাবাস বুধবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে।
ফিরে আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি ১৫২ জন লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজীতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ছিলেন এবং স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
অভিবাসীরা বুরাক এয়ারের (ফ্লাইট ইউজেড২২২) মাধ্যমে বৃহস্পতিবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিতদের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) ও মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।

এ.আই/এম.আর