হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে রাজধানীর বনানী কবরস্থান এলাকায় লন্ডনপ্রবাসী একটি পরিবার ছিনতাইকারীদের কবলে পড়েছে। ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে টাকা, স্বর্ণালংকার এবং আইফোন ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।
পুলিশের বরাতে পরিবারটি জানায়, ছিনতাইকারীরা ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে। ছিনতাইকারীরা তাঁদের জিম্মি করে ভয় দেখিয়েছে। ট্রমার কারণে পরিবারটি এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি এবং তাঁরা পরিচয় প্রকাশ করতে চান না।
পুলিশের ধারণা, ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই পরিবারটিকে অনুসরণ করছিল।