আমরা নেতা নই, আপনাদের প্রতিনিধি। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া। আপনাদের দায়িত্ব প্রশ্ন করা।’ এমন কথা লিখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ছবিটি পোস্ট করেন তিনি।
ডাকসুর নতুন জিএস এসএম ফরহাদ ও এজিএস মহা. মহিউদ্দীন খানের সঙ্গে তোলা ওই ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাদের উৎসাহ দিয়ে অনেকেই মন্তব্যের ঘরে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ দোয়া আর ভালোবাসাও জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ডাকসুর ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বুধবার সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।