এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নূরুল হক নূরের ওপর হামলার বিচার না হলে তাদের নিজেদের ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফুয়াদ বলেন, “আমরা খুব হতাশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণঅভ্যুত্থান ব্যর্থ করার জন্য সবকিছু করছে। আওয়ামী লীগের সময়ে যেমন গুম-খুন-হত্যার বিচার হতো না, এখনও তেমনটিই দেখছি। যারা দায়িত্বে আছেন, তাদের মনে রাখা উচিত—নূরের বিচার না হলে নিজেদের গলার রশির যত্ন নিতে হবে। ফাঁসির মঞ্চে যেতে হবে আপনাদের।”
ফুয়াদ অভিযোগ করেন, নূরের ওপর হামলা শুধু রাজনৈতিক সহিংসতা নয়, এটি একটি দীর্ঘ ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠরা এর সঙ্গে জড়িত। তিনি বলেন, “নূরের ঘটনাকে আমরা সাধারণ হামলা হিসেবে দেখছি না। এটি উচ্চপর্যায়ের এসাসিনেশন প্ল্যানের অংশ। অন্তর্বর্তী সরকার যদি দৃষ্টান্তমূলক বিচার না করে, তাহলে জনগণ নিজেরাই বিচার করবে। তখন অনেক উপদেষ্টার লাশও পড়বে।” তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।