ফরাসি কোম্পানি টোটালগ্যাসের বাংলাদেশে এলপিজি ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। যৌথ উদ্যোগে গঠিত প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড এতদিন টোটালগ্যাসের ব্যানারে দেশে ব্যবসা পরিচালনা করছিল।
সম্প্রতি টোটালগ্যাসের প্রায় শতভাগ শেয়ার কেনার বিষয়ে ওমেরা পেট্রোলিয়ামের সঙ্গে চুক্তি হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, টোটালগ্যাসের ৯৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নেবে ওমেরা। এ জন্য সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২২৭ কোটি টাকা। বিষয়টি এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এই শেয়ার কেনার ঘোষণায় ওমেরার মূল কোম্পানি এমজেএলবিডির শেয়ারের দামে তেমন প্রভাব পড়েনি। সোমবার কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র ২ শতাংশ। এ সময় এমজেএলবিডির শেয়ারের দাম ছিল ১০১.৫০ টাকা। কোম্পানিটি ২০২৪ সালে ৫২ শতাংশ, ২০২৩ সালে ৫০ শতাংশ এবং ২০২২ সালে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।