বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভিপি নওশের, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।