Friday, September 19, 2025

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

 

 প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম|অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলায় বিক্ষোভ মিছিলে অংশ নেন ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা।


বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। 

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। তবে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র যে কোনো মূল্যে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-৫ আসনের বাজিতপুর উপজেলা সদরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সৈয়দ এহসানুল হুদা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় এ নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের পাঁয়তারা করছে, তারা দেশের স্বার্থে নয়, অন্য স্বার্থে কাজ করছে। জনগণ তাদের সেই ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেবে এ দেশের মানুষ। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্যকোনো দেশ— সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাও’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন। মিছিল শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেন।

১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা বলেন, জনগণ চায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন। আমরা গণতন্ত্রের পথে বিশ্বাসী। তাই আমরা চাই প্রতিটি দল নির্বাচনে অংশ নিক এবং জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ষড়যন্ত্রকারীর মুখে হাসি ফুটতে দেওয়া হবে না। দেশের মানুষ সজাগ আছে, তারা যে কোনো অপচেষ্টা প্রতিহত করবে। সমাবেশে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রচারণার পক্ষে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।




Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.