Thursday, September 4, 2025

৩২০ সাংবাদিককে ২ কোটি ১০ লাখ টাকা দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মৃত্যুবরণকারি সাংবাদিকের পরিবার এবং অসুস্থ ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মধ্যে ২ কোটি ১০ লাখ টাকা কল্যাণ অনুদান বিতরণ করেছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম পর্যায়ে এ অনুদানের চেক বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে ঢাকার সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে ডিএফপি’র অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারাজানা। সম্প্রতি প্রয়াত সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার ও গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক ও ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত ও দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন এবং সম্প্রতি প্রয়াত বিভু রঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার। চেক বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, নতুন বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে দল-মত নির্বিশেষে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এখন প্রকৃতপক্ষে যারা প্রাপ্য তারাই কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছে। তবে আমরা জানি যারা করা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যেও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান নিরন্তরভাবে কাজ করছে। সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিক সমাজের পাশে থাকবে। উল্লেখ্য, এক বছরে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিক ১০ কোটি ৭০ লাখ টাকার আর্থিক ও অন্য সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৮ কোটি ৯১ লাখ টাকা কল্যাণ অনুদান পেয়েছেন ১ হাজার ৪২৫ জন সাংবাদিক। তন্মধ্যে মৃত্যুবরণকারি ৫৮ সাংবাদিক পরিবার এবং ৯২২ জন গুরুতর অসুস্থ (ক্যান্সার, হার্ট বাইপাস, কিডনি ডায়ালাইসিস) সাংবাদিক রয়েছেন। জুলাই শহীদ সাংবাদিকদের ৫টি পরিবার ও ১৯২ জন আহত সংবাদকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে। ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা। এছাড়া গত রমজানে ১ হাজার ৫০০ সাংবাদিকের মধ্যে ইফতার সামগ্রীসহ খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। এ খাতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় করেছে কল্যাণ ট্রাস্ট। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা কল্যাণ অনুদান/সহায়তা প্রদান করেছে। ---
This translation retains the factual details and structure of the original Bangla report while ensuring clarity and accuracy in English.

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.