উত্তরাখণ্ড পুলিশের ‘অপারেশন কালানেমি’ অভিযানে প্রতারণা এবং ধর্মান্তরণের অভিযোগে ১৪ জন ভণ্ড ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এই অভিযানটি ‘দেবভূমি’ উত্তরাখণ্ডের পবিত্রতা রক্ষার জন্য চালু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) এনিডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (অপরাধ ও আইনশৃঙ্খলা) নিলেশ আনন্দ ভরনে সাংবাদিক সম্মেলনে জানান, অভিযানে রাজ্যজুড়ে ৫,৫০০-এর বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাদের মধ্যে ১,১৮২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসে শুরু হওয়া এই অভিযানে আগস্টে ৪,০০০ জনকে জিজ্ঞাসাবাদের পর ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়।
চার ধাম যাত্রা এবং কাওয়াড় যাত্রার মতো তীর্থস্থানের সময়ে এমন প্রতারকদের সক্রিয়তা বাড়ে, যা রক্ষা করাই অভিযানের লক্ষ্য।