তবে এ খবর অস্বীকার করে ভারতীয় সেনাবাহিনী গত মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) বিবৃতি দিয়েছে। তারা বলেছে, নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।
এই বিবৃতির আগে হিন্দুস্তান টাইমস, পিটিআইসহ ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে কর্মকর্তাদের বরাতে বলা হয়, ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। উভয় পক্ষের মধ্যে অন্তত ১৫ মিনিট ধরে গোলাগুলি চলে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুঞ্চ এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে জানানো যাচ্ছে যে নিয়ন্ত্রণরেখা বরাবর কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। দয়া করে অযাচিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।’
এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ ভারতীয় পর্যটককে গুলি করে হত্যার ঘটনার জেরে মে মাসে দুই প্রতিবেশী দেশ সংঘাতে জড়িয়েছিল। চার দিন ধরে চলা সংঘাতে উভয় পক্ষেই বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।