কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের জননীতি বিভাগের সিনিয়র অধ্যাপক সুলতান বারাকাত বলেছেন, মার্চ থেকেই ইসরাইল পুরো গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেকগুলো বিষয় এই পরিকল্পনাকে সহজ করেছে। যেমন, ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক সাহায্য বন্ধ করা, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, যার চারটি নির্দিষ্ট লক্ষ্য ছিল, এবং এর মাধ্যমে তারা ওই এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করেছে।’
তিনি আরো জানান, ইসরাইল সম্ভবত গাজায় যুদ্ধের অবসান ঘটাতে তাড়াহুড়ো করছে। তিনি বলেন, ‘নেতানিয়াহু সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে চান, কারণ অনেক দেশ জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার হুমকি দিচ্ছে।’