ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক *উইশ কার্ড*। নাটকটির শুটিং ও সম্পাদনার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পরিচালক জানিয়েছেন, *উইশ কার্ড* একটি রোমান্টিক কমেডি ঘরানার নাটক। দেখে নেওয়া যাক ইয়াশ ও নীহার শুটিংয়ের কিছু স্থিরচিত্র।
টিভি নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও নাজনীন নীহা সম্প্রতি *উইশ কার্ড* নামের নতুন একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন।
নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, “ইয়াশের সঙ্গে এটি আমার প্রথম কাজ। সে খুব মনোযোগী এবং অভিনয়ে সিরিয়াস। আর নীহা অত্যন্ত গোছানো ও নিবেদিতপ্রাণ একজন অভিনয়শিল্পী। তাদের দুজনকে নিয়ে কাজ করে দারুণ লেগেছে।” নির্মাতা আরও জানান, নাটকটি আগামী ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।