হিমালয় পর্বতমালার মেঘে ক্যাডমিয়াম, তামা ও দস্তার মতো বিষাক্ত ধাতু শনাক্ত করা হয়েছে, যা পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
হিমালয় পর্বতমালাকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক প্রাকৃতিক স্থান হিসেবে বিবেচনা করা হয়, যা হাজার বছর ধরে তার আদি রূপ ধরে রেখেছে। তবে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে হিমালয় আর আগের মতো থাকবে না। বোস ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মহাবালেশ্বর এলাকার মেঘে দার্জিলিংয়ের তুলনায় দ্বিগুণ বেশি বিষাক্ত ধাতু রয়েছে।
বোস ইনস্টিটিউটের গবেষণায় হিমালয়ের মেঘে ক্যাডমিয়াম, তামা ও দস্তার মতো বিষাক্ত ধাতু চিহ্নিত করা হয়েছে। পূর্ব হিমালয়ে এসব ধাতুর উচ্চ ঘনত্বের কারণে মেঘ দূষিত হচ্ছে, যা বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে। বিজ্ঞানীরা বর্তমানে হিমালয়ের আশপাশের মেঘে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তামা ও দস্তার উচ্চ মাত্রার কারণ অনুসন্ধান করছেন। ধারণা করা হচ্ছে, পাহাড়ের পাদদেশে যানবাহন ও শিল্পকারখানার নির্গমন এর জন্য দায়ী। মেঘের মাধ্যমে এসব ধাতু বৃষ্টির পানির সঙ্গে ছড়িয়ে পড়ছে, যা হিমালয় অঞ্চলের পানিপ্রবাহে পরিবর্তন আনতে পারে।