৬ আগস্ট, ২০২৫, রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইউনিফর্ম পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে, যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১৫ দিন পর পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বুধবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে পৌঁছায়। সকাল সাড়ে আটটা থেকে স্বাভাবিক নিয়মে পাঠদান কার্যক্রম শুরু হয়। মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ৩৪ জন নিহত হয়েছেন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।