‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ হিসেবে পুরস্কৃত উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগের পর তাঁকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
গত ২৪ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এসআই কামাল হোসেন ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন। চট্টগ্রাম পুলিশ লাইনসে আয়োজিত এই সভায় চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
এসআই কামাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, কামাল হোসেনের ব্যাপারে পুলিশের উচ্চ পর্যায়ে তদন্ত চলছে।[](https://www.dhakatribune.com/bangladesh/nation/389509/police-officer-arrested-with-10-000-yaba-tablets)