নিহত ছোট ভাইয়ের নাম জামাল হোসেন (২২)। তিনি পলিয়ানপুর গ্রামের মাজহারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় ঘাতক বড় ভাই উজ্জল হোসেন (৩২) পলাতক রয়েছেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়িতে ভাত খাচ্ছিলেন জামাল হোসেন। এ সময় কাজ না করে বাড়িতে বসে ভাত খাওয়ার অভিযোগে বড় ভাই উজ্জল হোসেন হাতে থাকা ছুরি দিয়ে জামালের পেটে ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই জামাল মারা যান।
কাজিরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী জানান, “কাজ না করার কারণে বড় ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই ছোট ভাই জামাল মারা যান বলে জানতে পেরেছি।”
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাইয়ের ছুরির আঘাতে ঘটনাস্থলে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বড় ভাই পলাতক রয়েছেন।