২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এই অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি/বিইএফটিএন) মাধ্যমে সরাসরি হাজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। বুধবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজের অব্যয়িত অর্থ ফেরত পেতে কাউকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য দেবেন না।
৪,৯৭৮ হাজি পাবেন ফেরত টাকা:
এ বছর হজ পালন শেষে ৭৬,৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন। গত রোববার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজ প্যাকেজে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জের জন্য ধার্যকৃত টাকার চেয়ে কম খরচে এগুলো পাওয়া গেছে। ফলে প্যাকেজের কিছু অর্থ উদ্বৃত্ত রয়েছে, যা সরকারি ব্যবস্থাপনার প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে।
উপদেষ্টা আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৫,০০০ হাজির মধ্যে ৪,৯৭৮ জনকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। প্রত্যেক হাজি সর্বনিম্ন ৫,৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩,৬২৪ টাকা ফেরত পাবেন।