সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে অবশেষে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল। ৩১ বছর বয়সী এই বিশ্বজয়ী মিডফিল্ডার এক বছরের জন্য ধারে ফ্লোরিডাভিত্তিক এমএলএস ক্লাবটিতে নাম লিখিয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিতে ২০২৬ সালে তাকে স্থায়ীভাবে দলে নেয়ার সুযোগ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইন্টার মায়ামি এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম ডি পলকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “রদ্রিগো এমন একজন খেলোয়াড়, যার প্রতি আমার বহুদিন ধরে গভীর শ্রদ্ধা রয়েছে। সে যেই দলে খেলেছে, সেখানেই নিজের ছাপ রেখেছে, আর্জেন্টিনার হয়ে তো বটেই। তার মতো অভিজ্ঞ, আবেগী ও দুর্দান্ত খেলোয়াড়কে দলে পেয়ে আমরা আনন্দিত।”