ঢাকা, ১৬ জুলাই ২০২৫: গোপালগঞ্জে তাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন (বাগছাস) এবং এনসিপির নেতাকর্মীরা এই অবরোধে অংশ নেন।
অবরোধের সময় তারা ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন, “বিপ্লবীদের একশন, ডাইরেক্ট একশন; এনসিপির একশন, ডাইরেক্ট একশন; গোপালগঞ্জে হামলা কেন? ইন্টেরিম জবাব দে; আমার ভাই আহত কেন, জবাব দে; মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ; গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি?”
এই অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।