রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকায় পাহাড়ধসের ঘটনায় সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ভারী বৃষ্টির কারণে ঘটে যাওয়া এই ঘটনায় বৃহস্পতিবার ভোর থেকে সাজেকে যাতায়াতকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে পর্যটকবাহী গাড়িসহ বহু যান আটকা পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড়ধস ঘটে। রাতে টানা বৃষ্টির কারণে সড়কে যান চলাচল বন্ধ ছিল। ভোরে বৃষ্টি কমলে যানবাহন চলাচল শুরু হলে স্থানীয়রা পাহাড়ধসের বিষয়টি লক্ষ্য করেন। স্থানীয় বাসিন্দা সুজিত চাকমা প্রথম আলোকে বলেন, ‘রাতে কখন পাহাড়ধস হয়েছে, আমরা বুঝতে পারিনি। সকালে যান চলাচল শুরু হলে বিষয়টি নজরে আসে।’
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেববর্মন প্রথম আলোকে বলেন, ‘সাজেক ভ্যালিতে অর্ধশতাধিক মোটরসাইকেল এবং ৭০ থেকে ৮০টি পর্যটকবাহী গাড়ি আটকা পড়েছে। এসব গাড়ি সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু পাহাড়ধসের কারণে তা সম্ভব হচ্ছে না।’