গতকাল বেলা ১:৪০ ঘটিকায় বাদ জোহর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে মাননীয় প্রধান উপদেষ্টার রহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বড় ভাই জনাব সাজ্জাদুর রহমানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জানাযার নামাজে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন:
১। **জনাব তৌহিদ হোসেন**, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা।
২। **ড. আদিলুর রহমান খান**, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা।
৩। **শেখ বশির উদ্দীন**, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা।
৪। **ড. খলিলুর রহমান**, মাননীয় প্রধান উপদেষ্টার রহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
৫। **জেনারেল ওয়াকার-উজ-জামান**, মাননীয় সেনাপ্রধান।
৬। **মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী**, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর মহাপরিচালক।
৭। **লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান**, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগ।
৮। **ড. মোহাম্মদ আবদুল মোমেন**, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান।
এছাড়াও, আনুমানিক ৫০০ থেকে ৬০০ জন মুসল্লি উপস্থিত ছিলেন এই জানাযার নামাজে শ্রদ্ধা জানাতে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.