ঢাকা, ২৭ জুলাই ২০২৫: চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা আবদুর রাজ্জাকসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রিমান্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব এবং ইব্রাহিম হোসেন। এরা রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন।
গুলশান থানা পুলিশ আদালতকে জানিয়েছে, গত ১৭ জুলাই আবদুর রাজ্জাক (রিয়াদ) এবং কাজী গৌরব অপু শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা টাকা না দিলে গ্রেপ্তারের হুমকি দেন। এ সময় শাম্মী আহমেদের স্বামী তাদের ১০ লাখ টাকা দেন। শনিবার আবারও আবদুর রাজ্জাকের নেতৃত্বে শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির জন্য যান তারা। খবর পেয়ে পুলিশ আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
পুলিশ আদালতে বলেছে, আসামিরা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছেন। মামলার রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পুলিশ প্রথমে ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত চারজনের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.