রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (২১ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
**ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে**
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ১৬ এবং আহত ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে আইএসপিআর জানায়, নিহতের সংখ্যা ১৮ এবং আহত হয়েছেন আরও ১৬৪ জন।