রাজধানীর উত্তরায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ দুপুর ১টার পর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
এ ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা থাকলেও এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে বিমানের পাইলটের মৃত্যুর খবর প্রচারিত হলেও পরে জানানো হয়, তিনি বেঁচে আছেন।