১০ বছর পর নতুন রূপে ফিরছে ‘বাহুবলী
ভারতীয় সিনেমার বক্স অফিস ইতিহাস বদলে দেওয়া ‘বাহুবলী’ ছবি তার ১০ বছর পূর্তি উদযাপন করছে এক বিশেষ ঘোষণার মাধ্যমে। পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, ‘বাহুবলী’ সিরিজের দুটি ছবি এবার একত্রে মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য এপিক’ নামে।রাজামৌলি দুটি ছবিকে নতুন করে সম্পাদনা করে একটি একক সিনেমা হিসেবে প্রেক্ষাগৃহে আনছেন। মুক্তির তারিখ ঘোষণা করে একটি পোস্টার শেয়ার করে তিনি এক্সে লিখেছেন, “‘বাহুবলী’ এক অসাধারণ যাত্রার শুরু। অগণিত স্মৃতি। অফুরন্ত অনুপ্রেরণা। ১০ বছর পূর্ণ হলো। এই বিশেষ মুহূর্ত উদযাপন করছি ‘বাহুবলী: দ্য এপিক’ দিয়ে, যা দুই পর্বকে একত্রিত করে তৈরি। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর।” *হিন্দুস্তান টাইমস* জানিয়েছে, এই নতুন সংস্করণে ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭)-এর গল্প একত্রিত করা হয়েছে। ছবিটি তেলেগু, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে। কন্নড় ভাষায় মুক্তি না পাওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। *স্যাকনিল্ক*-এর তথ্য অনুযায়ী, প্রথম ‘বাহুবলী’ ছবিটি প্রায় ৬৫০ কোটি রুপি আয় করেছিল, আর দ্বিতীয় পর্ব আয় করেছে ১,৭৮৮ কোটি রুপির বেশি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ছবির স্থান দখল করেছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠী, রানা দাগুবতী এবং তামান্না ভাটিয়া।