ঢাকার আশুলিয়ায় ঝুঁট ব্যবসা দখলকে কেন্দ্র করে সন্ত্রাসীরা একটি ঝুঁটের গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার, ২১ জুলাই ২০২৫, দুপুরে আশুলিয়ার গোরাট নাভানা এলাকায় ইউনিকর্ন সোয়েটার লিমিটেডের সামনে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জামগড়ার বটতলা এলাকায় দি রোজ গার্মেন্টসে ডিট করে ঝুঁট ব্যবসা করে আসছিলেন আল আদরের প্রোপ্রাইটর জাকির হোসেন। দুপুরে ট্রাকে ঝুঁট বের করার সময় একদল সন্ত্রাসী গাড়িটি আটক করে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা পালিয়ে যায়, এবং ঝুঁটের বস্তাগুলো পুড়ে যায়। এ সময় ট্রাকটি ভাঙচুর করা হয় এবং চালক আনিসকে মারধর করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।