ঢাকা, ২৪ মে, ২০২৫ : রাজধানীর শাহজাহানপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবাসহ মশিউর রহমান (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) রাত পৌনে ১০টায় কমলাপুর আউটার সার্কুলার রোডের বটতলার নিচে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী শাহজাহানপুর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এরপর অভিযানে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মশিউর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মশিউর স্বীকার করেছেন, তিনি পেশাদার মাদক কারবারি। তিনি কক্সবাজারের ইদ্রিস নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা ক্রয় করে পাবনার ঈশ্বরদীতে আশরাফ নামে এক মাদক কারবারির কাছে বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মশিউরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ.আই/এম.আর