ঢাকা, ২৩ মে ২০২৫ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না। তবে তিনি বলেন, ড. ইউনূস যদি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন, তাহলে জাতি নতুন বিকল্প বেছে নেবে।
শুক্রবার (২৩ মে) কালবেলার সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগ নয়, বরং একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চায়। তিনি অভিযোগ করেন, নির্বাচনী রোডম্যাপের দিকে না গিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। তিনি বলেন, “ড. ইউনূস যদি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন, জাতি নতুন বিকল্প খুঁজে নেবে। তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ড. ইউনূস থাকুন এবং নির্বাচনী রোডম্যাপ দিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন।”
তিনি আরও বলেন, ড. ইউনূসের পদত্যাগে কোনো শূন্যতা তৈরি হবে না। তবে নির্বাচনী রোডম্যাপই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। সংস্কার দেড় থেকে দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার, বিচার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। তবে নির্বাচন আয়োজনে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে সরকার প্রক্রিয়াটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে।
সালাহউদ্দিন জানান, বিএনপি গত ১৯ মে থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারের মধ্যে আওয়ামী দোসর এবং উচ্চাভিলাষী কিছু ব্যক্তি বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের দাবির প্রেক্ষিতে, যিনি বলেছেন যে বিএনপির আন্দোলনের চাপে ড. ইউনূস পদত্যাগের কথা ভেবেছেন, সালাহউদ্দিন বলেন, বিএনপি ড. ইউনূসের পদত্যাগের জন্য কোনো আন্দোলন করেনি। তিনি ব্যাখ্যা করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ইশরাকের শপথ বিলম্বিত করার কারণে ঢাকাবাসী আন্দোলন করেছে। তিনি প্রশ্ন রাখেন, “ঢাকা দক্ষিণের জনগণকে কেন রাস্তায় নামতে হলো?” এই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার কিছু নেই বলেও তিনি মন্তব্য করেন।
এ.আই/এম.আর