ঢাকা, ২৫ মে ২০২৫ – জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং এর অধীনস্থ সব অফিসে অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণাঙ্গ কর্মবিরতি পালিত হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে ঢাকার এনবিআর প্রধান কার্যালয়ে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচি পালন করছেন।
তবে কাস্টমস হাউস, এলসি স্টেশন, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির আওতার বাইরে রয়েছে। আজ বিকেল ৪টায় এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন বলে জানা গেছে।
সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়ায় গতকাল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ পূর্বঘোষিত কলম বিরতি কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়। নতুন ঘোষণা না এলে আগামীকাল ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
গতকাল এনবিআরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল, যা নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ অস্বস্তি প্রকাশ করেছে। শনিবারের সংবাদ সম্মেলনে তারা বলেন, এই উপস্থিতি তাদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গত ২২ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করে, যাতে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ এবং সব অংশীজনের মতামত নিয়ে টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
ওই দিন রাতে অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। তবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মন্ত্রণালয়ের বিবৃতিকে সাধুবাদ জানালেও চার দাবিতে অটল রয়েছে।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের একাধিক কর্মকর্তা বলেন, অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ এবং সংস্কারের মাধ্যমে এনবিআরকে স্বতন্ত্র রাজস্ব এজেন্সি হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তারা জানান, কর্মসূচি ধীরে ধীরে তীব্র করা হচ্ছে এবং জনসাধারণের অসুবিধার কথা বিবেচনায় রেখে বিরতিও দেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সরকার শিগগিরই তাদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেবে।
গত ১৩ মে আগারগাঁওয়ে এনবিআরের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। এরপর ১৪, ১৫, ১৭, ১৮ ও ১৯ মে কলম বিরতি পালিত হয়। আলোচনার আশ্বাসে ২০ মে আন্দোলন স্থগিত রাখা হলেও ২১ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
এ.আই/এম.আর